হৃদয় ভাল রাখতে চুটিয়ে প্রেম করুন-প্রেমিকাকে সময় দিন

প্রেম করলে মন ভাল থাকে এ সকলেরই জানা৷ তবে এবার এক হৃদরোগ বিশেষজ্ঞ প্রমাণ করলেন ভালবাসার সুস্থ সম্পর্ক হৃদয় ভাল রাখতে সক্ষম৷
ফিনল্যান্ডের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিবাহিত পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কম৷
ভেনডারনিল্ট হার্ট অ্যান্ড ভাসকুলার ইন্সটিটিউট এর হৃদরোগ বিশেষজ্ঞ জুলি ড্যাম্প জানিয়েছেন, প্রেমের সম্পর্কে আবদ্ধ মানুষদের নিউরো হরমোন পরিবর্তনের অভিজ্ঞতা রয়েছে, যা শরীরে ধ্বনাত্মক প্রভাব ফেলে এর মধ্যে কার্ডিভাসকুলার সিস্টেমও অন্তর্গত৷
তিনি আরও জানান, নির্দিষ্ট কিছু হরমোনের স্তর মানুষের মানসিক চাপ ও উদ্বেগের উপর নির্ভর করে৷
গবেষণা বলছেন আপনার ভালবাসার মানুষটিকে এক বাক্স ডার্ক চকোলেট ও একবোতল রেড ওয়াইন উপহার দিতেই পারেন, এটি হৃদয়ের জন্য স্বাস্থ্যকর।

Comments

Popular posts from this blog

রাতে আপনার রেট এখন কত? সানিকে প্রশ্ন এক সাংবাদিকের। অতঃপর…যা ঘটল!

বয়স দশের আগে সন্তানকে দেবেন যে ১০টি শিক্ষা