রাতে আপনার রেট এখন কত? সানিকে প্রশ্ন এক সাংবাদিকের। অতঃপর…যা ঘটল!

রাতে আপনার রেট এখন কত – হোলি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে সুরাতে গিয়েছিলেন সানি লিওন। অনুষ্ঠান শুরুর আগে পায়চারি করছিলেন।

জানা গিয়েছে, তখনই এক সাংবাদিক তাঁর সঙ্গে দেখা করেন। অভিযোগ, এর পরেই ‘অশালীন’ প্রশ্নটি করে বসেন ওই সাংবাদিক।
বলা হচ্ছে, সানিকে তিনি প্রশ্ন করেন, ‘‘আপনি আগে একজন পর্নস্টার ছিলেন। এখন ফিল্মস্টার। আপনি এখন কত টাকা নিচ্ছেন?’’
প্রথমে এই প্রশ্নে সানি খানিকটা হকচকিয়ে যান। বলেন, ‘‘কী বললেন? আর একবার বলুন।’’
অভিযোগ, ওই সাংবাদিক এর পরে বলেন, ‘‘রাতের প্রোগ্রামে আপনি এখন কত করে নিচ্ছেন?’’
শোনা যাচ্ছে, মুহূর্তের মধ্যে সপাটে চড় এসে পড়ে ওই সাংবাদিকের গালে। সানি তাঁকে চড় কষিয়ে হনহন করে হেঁটে চলে যান।
যে হোটেলে সানি উঠেছিলেন, তার কর্মীরা নাকি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তবে সানি যে একজন পেশাদার, তার প্রমাণ মিলেছে মিনিট পনেরোর মধ্যেই।
নির্ধারিত সময়েই তিনি অনুষ্ঠানো পৌঁছন এবং পারফর্ম করেন।
পরে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার জানিয়েছেন এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি।
তবে, ওই দিন সকালে নাকি এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সানির ঘরে ঢুকে তাঁকে অশালীন প্রস্তাব দেন। যদিও এই বিষয়টি নিয়ে সানি বাড়াবাড়ি করেননি।

অন্যরা যা পড়ছে 

বিশ্বের সবথেকে হট অংকের শিক্ষিকা ইনি!

ম্যাম, অঙ্কটা কী কঠিন! স্কুল পালানো ছেলেদের কাছে তা সে সুদ কষাই হোক বা লাভক্ষতি, সিঁড়িভাঙাই হোক বা জ্যামিতি। স্কুলে যাওয়ার নাম শুনলেই যেন গায়ে জ্বর আসে।
আচ্ছা হঠাৎ করে অংকের কঠিন দুনিয়ায় যদি এমন কেউ এসে পড়ে, যাকে দেখলে অঙ্কের ক্লাসে যাবার ইচ্ছা বেড়ে যাবে দ্বি-ত্রি-বহুগুণ ? তাহলে কেমন হবে ?
ইনি হলেন ওকসানা নেভেসেলায়। পেশায় শিক্ষিকা। বিষয় – অংক। নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন এই অংক শিক্ষিকা। ইনি বিশ্বের সবথেকে হট শিক্ষিকা
বলে দাবি অনেকের। কিছুদিন আগে ইউটিউবে এই শিক্ষিকার ক্লাস নেওয়ার একটি ভিডিও আপলোড করে দেয় এক ছাত্র।
১৫ সেকেন্ডের সে ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে খবরের শিরোনামে আসেন ওকসানা। কিয়েভ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন।
অনেকের অভিমত, বুদ্ধি আর সৌন্দর্য যেন একসঙ্গে ঢেলে দিয়েছে ঈশ্বর। যাকে বলে বিউটি উইথ ব্রেন।
যতই নিন্দাচর্চা হোক না কেন, নিজের সৌন্দর্য বেশ উপভোগ করেন ওকসানা। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় ওকসানা। নিজের শারীরিক সৌন্দর্যের পসার মেলা সেখানে।
নিজের ফেসবুক থেকে ইনস্টাগ্রাম পেজ, শেয়ার করেছেন তার বহু ছবি। এই কদিনে ফলোয়ারও বেড়েছে অনেকগুণ।
শিক্ষিকা যখন এমন সুন্দরী, ছাত্রেরা প্রেমে পড়বে না তা হয় নাকি! তবে ক্লাসের বাইরেও এখন গুণমুগ্ধের সংখ্যা তড়তড়িয়ে বাড়ছে ওকসানার। প্রকাশ্যে তো অনেকে বলেই ফেলছেন – আই অ্যাম ইন লাভ।
নিজেকে বোঝাতে গিয়ে ওকসানার বক্তব্য, শরীর আর বুদ্ধি একই মুদ্রার দুটি দিক। বুদ্ধি ছাড়া কিছুই হয় না। ইচ্ছাও আসে না।

Comments

Popular posts from this blog

বয়স দশের আগে সন্তানকে দেবেন যে ১০টি শিক্ষা