রক্তের গ্রুপই বলে দেবে আপনার যৌনক্ষমতা কতটুকু

একটু বয়স বেড়ে গেলেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বহু মানুষেরা। তা অনেক সময় কোনও গোপন রোগ, ডায়াবেটিসের কারণেও হতে পারে। তবে গবেষকরা জানাচ্ছেন, এর জন্য অনেকাংশেই দায়ী ব্লাড গ্রুপ ৷

লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এরকমই ৷ রক্তের গ্রুপেই রয়েছে যৌনক্ষমতা মাপার রসদ!
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, এই ধরণের সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকেন, যাদের রক্তের গ্রুপ A, B এবং AB ৷ গবেষকরা জানাচ্ছেন, যাদের রক্ত গ্রুপ 0, তাঁরা এ ধরণের সমস্যায় কম ভুগে থাকেন ৷
প্রায় ১০ হাজার মানুষের রক্ত পরীক্ষার মধ্যে দিয়েই এই তথ্য পাওয়া গিয়েছে ৷ তথ্য অনুযায়ী, A,B, AB রক্ত গ্রুপের মানুষের মধ্যে খুব অল্প বয়সেই যৌনতার ইচ্ছে চলে যায় ৷ অন্যদিকে o গ্রুপের রক্তের মানুষের মধ্যে যৌন ইচ্ছে অনেকাংশেই বেশি থাকে৷

Comments

Popular posts from this blog

রাতে আপনার রেট এখন কত? সানিকে প্রশ্ন এক সাংবাদিকের। অতঃপর…যা ঘটল!

বয়স দশের আগে সন্তানকে দেবেন যে ১০টি শিক্ষা